গাজীপুরে জয়দেবপুর স্টেশনে কাছে তেল ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্থ ৯ বগি-ওয়াগন প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ডাবল লাইনে ট্রেন চলাচলের জন্য ক্লিয়ার রয়েছে।
Advertisement
শনিবার (৪ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেতাবুর রহমান।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের সব বগি উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে ক্ষতিগ্রস্ত বগি ও তেলের ওয়াগন সরিয়ে নেওয়া হয়েছে। আপ লাইন ক্লিয়ার করা হয়েছে।
আরও পড়ুন: উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন, রেলের শিডিউল বিপর্যয়গাজীপুরে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন-কমিউটার মুখোমুখি সংঘর্ষজয়দেবপুর স্টেশন মাস্টার মো. হানিফ আলী জানান, টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি বেলা ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালে পৌঁছানোর পর লাইন ক্রসিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের ৯ বগি-ওয়াগন লাইনচ্যুত হয়। সেগুলো শনিবার সন্ধ্যা ৬টার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছি। অনুমতি পেলেই ওই লাইনে ট্রেন চলাচল শুরু করবো।
Advertisement
মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম