বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ যখন ভয়ংকর তাপপ্রবাহে পুড়ছে, তখন এ অঞ্চলেরই আরেক দেশ পাকিস্তানে গড় তাপমাত্রা দেখা যাচ্ছে স্বাভাবিকের চেয়েও কম। এর প্রধান কারণ, অতিরিক্ত বৃষ্টিপাত। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত এপ্রিল মাসে পাকিস্তানে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ছয় দশকের মধ্যে সবচেয়ে আর্দ্র এপ্রিলের রেকর্ড গড়েছে দক্ষিণ এশীয় দেশটি।
Advertisement
পাকিস্তানি আবহাওয়া অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত এপ্রিলে পাকিস্তানে গড়ে ৫৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক অবস্থার গড় বৃষ্টিপাত ২২ দশমিক ৫ মিলিমিটারের চেয়ে ‘অত্যাধিক বেশি’।
আরও পড়ুন>>
তীব্র গরমের পর অস্বাভাবিক বৃষ্টিপাতের শঙ্কা দক্ষিণ এশিয়ায় গলে যাচ্ছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে বাংলাদেশসহ এশিয়ার ২০০ কোটি মানুষ ৫০ বছরে ২০ লাখ প্রাণ নিয়েছে প্রতিকূল আবহাওয়া: জাতিসংঘশুক্রবার রাতে সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস ছিল ১৯৬১ সালের পর থেকে পাকিস্তানে ‘সবচেয়ে আর্দ্র এপ্রিল’। এ মাসে তুমুল বজ্রবৃষ্টি ও বাড়ি ধসের ঘটনায় অন্তত ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
ক্রমবর্ধমান অপ্রত্যাশিত আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম। দেশটিতে বর্ষা শুরু হয় সাধারণত জুলাই মাসে। এটি প্রায়শই ধ্বংসাত্মক বৃষ্টি ডেকে নিয়ে আসে, যা মানুষের জানমালের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
২০২২ সালের গ্রীষ্মে অভূতপূর্ব বৃষ্টিতে ডুবে গিয়েছিল পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা। বিশ্বব্যাংকের হিসাবে, এতে দেশটির প্রায় তিন হাজার কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। বাস্তুচ্যুত হয়েছিলেন লাখ লাখ মানুষ।
আরও পড়ুন>>
বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ ভারতে ৫১ বছরের রেকর্ড ভাঙলো দাবদাহ, তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি ভারতে একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ভারী বৃষ্টি-তুষারপাতপাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র জহির আহমদ বাবর বলেন, আমাদের অঞ্চলে অনিয়মিত আবহাওয়ার ধরনকে প্রভাবিত করছে যেসব বিষয়, তার মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম।
Advertisement
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এশিয়ার বেশিরভাগ অংশ যেখানে তাপপ্রবাহে পুড়েছে, সেখানে এপ্রিল মাসে পাকিস্তানের জাতীয় মাসিক তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সময়ের ২৪ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে প্রায় এক ডিগ্রি কম।
কেএএ/