দেশজুড়ে

আশুগঞ্জে এপিএসসিএলের দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) দুটি ইউনিটে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। শুক্রবার (৩ মে) রাতে পাইপ লাইনে ময়লা ও কচুরিপানা প্রবেশ করে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

Advertisement

সংশ্লিষ্ট সূত্র জানায়, এপিএসসিএল এর ছয়টি কেন্দ্র থেকে মোট এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এরমধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি আনতে হয়। শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপ দিয়ে ময়লা ও কচুরিপানা ঢুকে পড়ে। এতে পাওয়ার প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে জানান, পানির পাইপে ময়লা ঢুকে সমস্যা সৃষ্টি হয়। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

Advertisement