সাহিত্য

এতটা কাল পরে এবং কথাবন্ধু

এতটা কাল পরে

Advertisement

তুইহীনা মোর একলা আকাশ পাহাড়সম শোকবানের মতো উপচে ওঠে অশ্রু শীতল চোখ মন খারাপের দুপুর ফুরায় দহন থাকে বুকেআর কতকাল এমন ব্যথা রাখবো আমি রুখে!

তুইহীনা মোর রাতের আকাশ, আঁধার মাঝে ঢাকাজোনাক জ্বলা পুকুর ঘাটে একলা বসে থাকারাত পেরিয়ে সকাল এলে চোখ হয়ে যায় ভারএমন কোন সাঁঝবেলাতে তুই ছিলি আমার!

তুইহীনা মোর বৃষ্টি নামে সবুজ ধানের মাঠেবায়না ধরে হয় না যাওয়া, সাগর দীঘির হাটেহয় না কেনা পায়ের নুপূর, হাতের চুরি বালাহয় না গাঁথা সুই সুতোতে বকুল ফুলের মালা!

Advertisement

তোর কি এখন কাটে এমন দুপুর-সন্ধ্যা-রাত স্মৃতির ক্ষত তাড়িয়ে বেড়ায় ঝলসে থাকা চাঁদতোর কি আমায় মনে পড়ে একলা থাকা ঘরেফুরিয়ে যাওয়া ভালোবাসার এতটা কাল পরে!

****

কথাবন্ধু

কথাবন্ধুর কথামালাকথা ছাড়া মন উতলালিখছি তোমায় শোনোমনের কথা বলতে বুঝি তুমিও দিন গোনো!

Advertisement

আপনি-তুমি কথার ভাঁজেহয় অবসর তুমুল কাজেলিখছি তোমায় শোনোগুছিয়ে অমন বলতে কথা কেমন করে জানো!

হয়তো হঠাৎ ভরদুপুরেপুরোনো কথার নতুন সুরেলিখছি তোমায় শোনোঅমন কথায় মনে পড়ে সব হারাবার গানও! এহেন কথা, এই আলাপনরূপ নিয়েছে কাব্যে কখনলিখছি তোমায় শোনোনাইবা ফুরাক কথামালার এমন মধুর দিনও!

এসইউ/এএসএম