অর্থনীতি

চার দিনে রূপালী ব্যাংকের শেয়ারের দাম কমলো ২১৩ কোটি টাকা

পতন কেটে গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। তবে, কিছু প্রতিষ্ঠান স্রোতের বিপরীতে থেকেছে। দাম বাড়ার বদলে এসব প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। সব থেকে বেশি দাম কমেছে রূপালী ব্যাংকের শেয়ারের।

Advertisement

বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে ডিএসইতে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে এ কোম্পানিটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ২১৩ কোটি টাকার ওপরে।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৬ দশমিক ৬১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২১৩ কোটি ৭৬ লাখ ৭ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৭ টাকা ৭০ পয়সা।

শেয়ার দামে এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এরপর গত দুই বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। এ কারণে সম্প্রতি কোম্পানিটিকে ‘জেড’ গ্রুপে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৬৪ কোটি ৬৯ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫টি। এর মধ্যে ৯০ দশমিক ১৯ শতাংশ শেয়ার আছে সরকারের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৭১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ১০ শতাংশ শেয়ার আছে।

রূপালী ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল এডিএন টেলিকম। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ৪৫ শতাংশ। ৯ দশমিক শূন্য ৯ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইফাদ অটোসের ৮ দশমিক ৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৩৫ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৮ দশমিক ৩৫ শতাংশ, আফতাব অটোমোবাইলের ৮ দশমিক ১১ শতাংশ, মেঘনা সিমেন্টের ৮ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫৫ শতংশ এবং একমি পেস্টিসাইডের ৭ দশমিক ৫৪ শতাংশ দাম কমেছে।

এমএএস/এমএএইচ/জেআইএম

Advertisement