ওয়ান্ডার ডোনাট ও ওয়ান্ডার মিস্টার বেয়ার নামে নতুন দুটি কেক বাজারে নিয়ে এলো প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বেকারস লিমিটেড।
Advertisement
শনিবার (৪ মে) রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে কেক দুটির মোড়ক উন্মোচন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
ওয়ান্ডার ডোনাট কেক ভ্যানিলা কেকের সঙ্গে চকলেট ক্রিমের সমন্বয়ে তৈরি। অপরদিকে, ওয়ান্ডার মিস্টার বেয়ার কেক যেটা খেলে গ্রাহক ব্যানানা কেকের সঙ্গে মিল্ক ক্রিমের মজাদার স্বাদ পাবেন।
এ বিষয়ে ইলিয়াছ মৃধা বলেন, ‘ভোক্তার হাতে নিত্য নতুন পণ্য পৌঁছে দিতে প্রাণের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ডোনাট ও বেয়ার কেক আমরাই প্রথম বাজারজাত শুরু করছি। আশা করছি, নতুন দুটি কেক ভোক্তার কাছে ব্যাপক জনপ্রিয়তা পাবে।’
Advertisement
বঙ্গ বেকারস লিমিটেডের নির্বাহী পরিচালক অনিমেষ সাহা বলেন, ‘সাধারণ ডোনাট কেক আমরা ফাস্ট ফুড দোকানে খেয়ে থাকি, কিন্তু ওয়ান্ডার ডোনাট ক্রেতারা বাজারের যেকোন দোকান থেকেই কিনতে পারবেন। গ্রাহকরা যেন সুলভমূল্যে ডোনাট খেতে পারেন সেই প্রচেষ্টা থেকেই আমরা বাজারে এ কেক নিয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘মিস্টার বেয়ার বাচ্চাদের খুব পছন্দের একটি কেক হবে, যা দেখতে ঠিক বেয়ার বা ভালুকের মতো। এ ধরনের কেক বাজারে আমরাই প্রথম নিয়ে এসেছি। আমরা কেকটি বাজারে আনার আগে ভোক্তাদের দিয়ে টেস্ট করিয়েছি এবং তাদের কাছ থেকে অভূতপূর্ব সারা পেয়েছি। আমরা দুটি পণ্য নিয়েই ব্যাপক আশাবাদী।’
এসময় বঙ্গ বেকারস লিমিটেডের হেড অব মার্কেটিং বোরহান উদ্দিন চৌধুরী ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুল উপস্থিত ছিলেন।
এমএএইচ/এএসএম
Advertisement