দেশজুড়ে

স্টুডিওর আড়ালে মাদক ব্যবসা, কারবারী আটক

কিশোরগঞ্জের ভৈরবে স্টুডিও ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা কেনাবেচা করে আসছিলেন জোবাইর আহাম্মেদ নামে এক মাদক কারবারী। শুক্রবার (৩ মে) রাতে উপজেলার শ্রীনগর বাজারে তার ফটোমেলা স্টুডিওতে অভিযান চালিয়ে ১ হাজার ৮৮৪ পিস ইয়াবাসহ তাকে আটক করে ভৈরব র্যাব ক্যাম্প সদস্যরা।

Advertisement

ভৈরব র্যাব ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর বাজারে গত শুক্রবার রাতে জোবাইর আহম্মেদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান ফটোমেলা ডিজিটাল স্টুডিওতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার দেখানো মতে দোকানের ড্রয়ারে রক্ষিত ১ হাজার ৮৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি মাদক কারবারী চক্রের সদস্য। দীর্ঘদিন যাবত সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারীদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করতেন তিনি। এ বিষয়ে র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেছে।

রাজীবুল হাসান/এফএ/এমএস

Advertisement