আন্তর্জাতিক

আমি আলোচনার জন্য প্রস্তুত: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, আমি আলোচনার জন্য প্রস্তুত আছি কিন্তু কোনো চুক্তির জন্য নয় এবং গত ১৮ মাস ধরেই আমি এ কথা বলে আসছি।

Advertisement

আদিয়ালা কারাগারে ইমরান খান সাংবাদিকদের বলেন, আলোচনা রাজনীতিরই অংশ, যা বিরোধীদের সঙ্গে হয়। তবে তার দল তিনটি দল ছাড়া সবার সঙ্গে আলোচনায় রাজি।

আরও পড়ুন>

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে ইমরান খানকে নির্দেশ পাকিস্তানে বাস খাদে পড়ে তিন নারীসহ নিহত ২০

ইমরান খান বলেন, যারা দেশ ছেড়ে চলে যেতে চায় অথবা করাভোগ এড়াতে চাই তারাই কেবল চুক্তি করে।

Advertisement

তিনি আলোচনার জন্য খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর, জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব এবং সিনেটে বিরোধীদলীয় নেতা শিবলি ফারাজের নাম দিয়েছেন।

কারাবন্দি এই নেতা বলেন, আলোচনার জন্য আমি এই তিন জনের নাম প্রস্তাব করেছে, কোনো চুক্তির জন্য নয়।

এদিকে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলার শিকার। ইমরান খান তার মামলার রায় দ্রুত দেওয়ার অনুরোধ করেছেন বলেও জানান তিনি।

সূত্র: জিও নিউজ

Advertisement

এমএসএম