তথ্যপ্রযুক্তি

ফেসবুকে প্রতিদিন কত সময় কাটাচ্ছেন জানবেন যেভাবে

 

নাহিদ হোসাইন

Advertisement

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। সারাবিশ্বে বর্তমানে এই ফেসবুক ব্যবহার করছেন ২.৯৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। আপনিও তার মধ্যে একজন। নানান কাজে দিনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন ফেসবুকে।

বন্ধুদের সঙ্গে যোগাযোগ, সংবাদ পড়া, ভিডিও-রিলস দেখা সহ আরও অসংখ্য নানা কাজে ফেসবুকে সময় দিচ্ছেন। তবে অনেকেই এই সময় কাজে লাগিয়ে ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। আপনি প্রতিদিন কত সময় ধরে ফেসবুক ব্যবহার করছেন তা চাইলেই জানতে পারবেন-

আরও পড়ুন

Advertisement

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন 

>> প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করুন।>> এবার মূল ফিডের ডান দিকের ওপরে থাকা হ্যামবার্গার মেন্যুতে ক্লিক করতে হবে।>> এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ তে ক্লিক করুন।>> এবার ‘ইওর টাইম অন ফেসবুক’ এ ট্যাপ করতে হবে। ৩) এরপর নতুন একটি ম্যানু ওপেন হবে, সেখানে ‘সি ইওর টাইম’ এ ট্যাপ করে দেখতে পারবেন প্রতিদিন ফেসবুক ব্যবহারে কত সময় ব্যয় হয়েছে তার রিপোর্ট।

আরও পড়ুন

ফেসবুক অ্যাকাউন্টকে পেজে রূপান্তরিত করবেন যেভাবে  পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন যেভাবে 

সূত্র: ফেসবুক হেল্প সেন্টার

কেএসকে/জিকেএস

Advertisement