দেশজুড়ে

বিয়েবাড়ির খাবার গেলো এতিমখানায়, কনের বাবাকে জরিমানা!

চুয়াডাঙ্গা দামুড়হুদায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ডুগডুগি গ্রামে এক নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করলে গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। পরে সরজমিনে ঘটনাস্থলে আসেন সজল কুমার দাস। ঘটনাস্থলে এসে তিনি বাল্যবিয়ের আয়জনের সত্যতা পান। এসময় কনের বাবা-মা তাদের দোষ স্বীকার করেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজনের অপরাধে কন্যার বাবাকে (৪২) আট হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এছাড়া বিয়ের অনুষ্ঠানের আয়োজিত খাদ্য সামগ্রী উপজেলার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা মুকামতলা এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

সজল কুমার দাস জানান, মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন তার বাব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

হুসাইন মালিক/এনআইবি/জেআইএম

Advertisement