কয়েকজন মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। গাজা ইস্যুতে ইরায়েলকে সমর্থন করায় বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়। এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
Advertisement
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাত নাগরিক এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
আরও পড়ুন:
পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: ইরানের প্রেসিডেন্ট আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে পেন্টাগনবিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাপস, ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হকেনহুল ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভির উপরেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Advertisement
এছাড়াও মার্কিন অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন, শেভরন ও ব্রিটিশ এলবিট সিস্টেমস, পার্কার মেগিট ও রাফাল ইউকের ওপরও বিধি-নিষেধ আরোপ করেছে ইরান।
এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় থাকা ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের থাকা অ্যাকাউন্ট ও লেনদেন ব্লক করে দেওয়া হবে। সেই সঙ্গে ইরানের এখতিয়ারের মধ্যে থাকা তাদের যে কোনো সম্পদ জব্দ করা হবে। এমনকি, ইরানি ভূখণ্ডে প্রবেশও করতে পারবে না তারা।
আরও পড়ুন:
ইসরায়েলি সেনা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩২ দেশকে ইসরায়েলের চিঠিতুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ বলছে, ব্রিটিশ ও মার্কিন এসব ব্যক্তি বা সংস্থার উপর ইরানের এই পদক্ষেপগুলোর প্রভাব ও তাদের সম্পদ বা ইরানের সঙ্গে তাদের লেনদেনের বিষয়টি অস্পষ্টই রেখেছে তেহরান।
Advertisement
সূত্র: ডেইলি সাবাহ
এসএএইচ