মাত্র ২৮ বছর বয়সে চলে গেলেন তামিল সিনেমার জনপ্রিয় সুরকার-সংগীতশিল্পী প্রবীণ কুমার। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ (২ মে) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Advertisement
বুধবার (১ মে) বিকালে প্রবীণ কুমারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হলেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। ভক্তদের কাঁদিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তিনি শেষ মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: বলিউড নায়িকা ঋতাভরীর বাবা নির্মাতা উৎপলেন্দু হাসপাতালে চলচ্চিত্র প্রযোজকের রহস্যজনক মৃত্যুপ্রবীণের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তামিল ইন্ডাস্ট্রি। উদীয়মান সংগীতশিল্পীর অকাল প্রয়াণে সমবেদনা ও শ্রদ্ধা জানিয়েছেন। আজ সন্ধ্যা ৬ টায় তার বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তামিল ইন্ডাস্ট্রির তারকারা শ্রদ্ধা জানাতে আজ তার বাসভবনে যাবেন বলে শোনা গেছে। তার অকালমৃত্যুতে বিরাট ক্ষতি বিনোদন জগতে।
Advertisement
এমএমএফ/জেআইএম