জাতীয়

৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসেছে আজ বৃহস্পতিবার (২ মে)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়।

Advertisement

দ্বিতীয় অধিবেশন চলবে আগামী ৯ মে পর্যন্ত। বিকেল চারটায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন অধিবেশন বসবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না বলে জানা গেছে।

Advertisement

আইএইচআর/কেএসআর/জেআইএম