সম্প্রতি আফ্রিকার দেশ ঘানা থেকে লুট করে নিয়ে যাওয়া সোনা ও রুপার ৩২টি দামি রাজকীয় প্রত্নবস্তু দেয় যুক্তরাজ্য। যদিও সেগুলো ছয় মাসের জন্য ঘানাকে ধার দিয়েছে ব্রিটিশ সরকার। সেসব ধনরত্নের প্রদর্শনী আয়োজন করেছে আফ্রিকার দেশটি। প্রদর্শনীটি চলতি সপ্তাহেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
Advertisement
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বুধবার (২ এপ্রিল) ঘানার আসান্তে অঞ্চলের রাজা ওতুমফুও ওসেই টুটু দ্বিতীয় স্থানীয় একটি জাদুঘরে এই প্রদর্শনীর আয়োজন করেন। প্রতিটি নিদর্শন আসান্তে বা প্রাচীন ঘানার জাঁকজমকপূর্ণ ইতিহাস ও সংস্কৃতির চিহ্ন বহন করে।
মূলত আসান্তে রাজার রজতজয়ন্তী উদ্যাপনে বছরব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আসান্তে অঞ্চলের রাজধানী কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে মূল্যবান ওইসব বস্তুর প্রদর্শনী করা হচ্ছে।
জানা গেছে, আধুনিক ঘানা একটা সময় আসান্তে বা আশান্তি সাম্রাজ্যের অধীনে ছিল। আর ১৭০১ থেকে ১৯০১ পর্যন্ত দেশটি শাসন করেছে আসান্ত রাজবংশ। আনুমানিক ১৯ শতকে দিকে আসান্ত সাম্রাজ্যের (বর্তমান ঘানা) সঙ্গে যুক্তরাজ্যের যুদ্ধ হয়।
Advertisement
যুদ্ধচলাকালীন বিভিন্ন মূল্যবান নিদর্শন লুট করে নিয়ে যান ব্রিটিশ সৈন্যরা। এগুলো ফেরত পেতে বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে ঘানা কর্তৃপক্ষ। শেষমেষ চলতি বছরের ২০ এপ্রিল ৩২টি মূল্যবান নিদর্শন ছয় মাসের জন্য ফেরত দিতে রাজি হয় যুক্তরাজ্য।
নিদর্শনগুলোর মধ্যে ১৫টি রাখা ছিল ব্রিটিশ মিউজিয়ামে আর বাকিগুলো ছিল অ্যালবার্ট মিউজিয়ামে। সেগুলোর মধ্যে ৩০০ বছরের পুরোনো ‘এমপোম্পনসুও’ নামে একটি তলোয়ার আছে, যা রাজার শপথগ্রহণ অনুষ্ঠানে ব্যবহার করা হতো। আরও রয়েছে সোনা দিয়ে তৈরি একটি বীণা।
বিভিন্ন সময়ে আফ্রিকার দেশগুলোকে শাসন করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো প্রাক্তন ঔপনিবেশিক শক্তিগুলো। তাদের শাসনামলে লুট হওয়া প্রত্নবস্তুগুলো পুনরুদ্ধারের জন্য বেশ কয়েক বছর ধরে ইউরোপীয় ও মার্কিন জাদুঘরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উপর চাপ দিচ্ছে আফ্রিকার দেশগুলো। যুক্তরাজ্যের আগে যুক্তরাষ্ট্রের ফাউলার জাদুঘর কর্তৃপক্ষ ঘানার আসান্তে রাজাকে সাতটি রাজকীয় প্রত্নবস্তু ফিরিয়ে দেয়।
এএফপির প্রতিদেন থেকে জানা গেছে, ঘানার মতো আফ্রিকার আরেক নাইজেরিয়াও ১৬ ও ১৮ শতকে লুট হয়ে যাওয়া হাজার হাজার ধাতব ফলক, ভাস্কর্য ও প্রাচীন রাজ্য বেনিন থেকে লুট করা জিনিসপত্র ফেরত পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে। নাইজেরিয়া থেকে হারিয়ে যাওয়া নিদর্শনগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে বিভিন্ন জাদুঘর ও শিল্প সংগ্রাহকদের কাছে রক্ষিত রয়েছে।
Advertisement
সূত্র: এএফপি
এসএএইচ