বিনোদন

জলবায়ু পরিবর্তনের গল্পে ‘নো আর্ক’

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠী কী কী সংকট মোকাবিলা করছে তা নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘নো আর্ক’। রূপগাও শব্দচিত্রঘরের প্রযোজনায় এবং ওয়ার্ল্ড ফেইথ ডেভেলপমেন্টের অর্থায়নে এটি নির্মাণ করেছেন ব্রাত্য আমিন। ৪ মে বিকাল ৫টায় সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে।

Advertisement

আরও পড়ুনআরও ৪ দেশে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’ পুত্র সন্তানের বাবা হলেন নায়ক রোশান 

এ প্রামাণ্যচিত্র নিয়ে পরিচালক বলেন, ‘বিশ্বের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জলবায়ু। দিন দিন প্রকৃতি যেন বিগড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের জনজীবনে। এ পরিবর্তিত জলবায়ু নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠী কী কী সংকট মোকাবিলা করছে তা দেখার পাশাপাশি এ প্রামাণ্যচিত্রে আমরা এও বোঝার চেষ্টা করেছি যে দেশের আপামর ধার্মিক জনগোষ্ঠী, ধর্মীয় নেতারা জলবায়ু পরিবর্তন সম্পর্কে কতটা সচেতন, বিভিন্ন ধর্মগ্রন্থে এ সম্পর্কে কী নির্দেশনা আছে, পরিবেশকর্মী ও বুদ্ধিজীবীরা এসব নিয়ে কী ভাবছেন এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তনের এ বৈশ্বিক সংকট মোকাবিলায় ধর্মীয় নেতারা কী ভূমিকা পালন করতে পারেন।’

নো আর্ক প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটি বিশেষ প্রদর্শনী করতে যাচ্ছি। সিনেমাটি দেখার পাশাপাশি দর্শকের মতামত ও পরামর্শ শুনতে চাই।’

এমআই/এমএমএফ/জিকেএস

Advertisement