খেলাধুলা

মাশরাফির দলে মাসাকাদজা-জাইদি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে প্লেয়ার্স বাই চয়েজের মাধ্যমে দলগুলো দেশি ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যে পছন্দের দল সাজিয়েছে। অন্যান্য আসরের চেয়ে এবারের আসর বেশি জমজমাট হবে বলে আশাবাদী দলগুলো। কেননা প্রতিটি দলের শক্তি প্রায় একই। এখন তারা ঝুঁকছে বিদেশী ক্রিকেটারদের দিকেও। ডিপিএলের এবারের নিয়ম অনুযায়ী একটি দল সর্বোচ্চ চারজন বিদেশী ক্রিকেটারকে নিজেদের দলে নিতে পারবে, ম্যাচে খেলতে পারবে দুজন। এরই ধারাবাহিকতায় মাশরাফির দল কলাবাগান জিম্বাবুইয়ান ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে দলে নিয়েছে। বিপিএল মাতানো পাকিস্তান ক্রিকেটার আসার জাইদিকেও দেখা যাবে কলাবাগানের হয়ে মাঠ মাতাতে। বিপিএলে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সেও ছিলেন জাইদি। এবার লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত কলাবাগানেই খেলছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের ক্রিকেটারদের অনেককেই পেতে আগ্রহী দলগুলো। কিন্তু ২৯ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট পাকিস্তান কাপের আসর বসছে। যে কারণে শুরুর দিকে পাকিস্তানি ক্রিকেটার ছাড়াই নামতে হবে ডিপিএলের দলগুলোকে। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হককে পেতে আগ্রহী ব্রাদার্স ইউনিয়ন, এমনটাই জানিয়েছেন দলটির ম্যানেজার আমিন খান। শ্রীলংকার টপ অর্ডার ব্যাটসম্যান উপুল থারাঙ্গার সাথে পাকা কথা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। ডিপিএলের আরেক দল প্রাইম ব্যাংক প্রথম দু’ম্যাচের জন্য পাচ্ছে শ্রীলংকার দিলশান মুনাবীরাকে। এর পরেই দলের সাথে যোগ দেবেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। সবাই বিদেশী ক্রিকেটারদের দিকে ঝুঁকলেও এ ব্যপারে তেমন মাথাব্যথা নেই আবাহনীর। এখন পর্যন্ত কোন বিদেশী ক্রিকেটারকে নিশ্চিত করতে পারেনি তারা। লিজেন্ডস অব রূপগঞ্জ এবং গাজী গ্রুপও পছন্দের বিদেশী ক্রিকেটার খুঁজছে। অন্যদিকের আরেক দল সিসিএস বিদেশী ক্রিকেটার ছাড়াই এবার প্রিমিয়ার লিগে খেলার ঘোষণা দিয়েছে। আরআর/আইএইচএস/এবিএস

Advertisement