শিক্ষা

অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণে দেশের বিদ্যালয়গুলোর তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিভাগীয় পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়। এতে দেশে কতগুলো প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা যাবে, তা নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।

Advertisement

আদেশে বলা হয়, নিম্নমাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে ৬৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু আছে।

এতে আরও বলা হয়, জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুসারে নিম্নমাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে এরই মধ্যে চালু করা বিদ্যালয় ছাড়া বিভাগগুলোর আওতাধীন জেলাগুলোয় আরও কী পরিমাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে, তার তথ্য নির্ধারিত ছকে আগামী ২ মের মধ্যে (ইমেইল: dpeadbidda@gmail.com) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

এএএইচ/এমআইএইচএস/এএসএম

Advertisement