এই তাপপ্রবাহে এসির ভেতরে যারা আছেন, তারাই একটু স্বস্তির নিশ্বাস নিতে পারছেন। আজকাল বেশিরভাগ মানুষই স্প্লিট এসি ব্যবহার করে। তবে একটানা এসি চালানোর কারণে এতে ময়লা জমে বেশি।
Advertisement
সব সময় তো আর লোক ডেকে এসির মেশিন পরিষ্কার করানো সম্ভব হয় না। সেক্ষেত্রে নিজেই হাত লাগাতে পারেন। বাড়িতে নিজেই কীভাবে স্প্লিট এসি পরিষ্কার করবেন, চলুন জেনে নেওয়া যাক টিপস-
এসি পরিষ্কার করার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন। নির্দিষ্ট সময়ান্তর এয়ার কন্ডিশন পরিষ্কার না করলে মেশিনের ওপর চাপ পড়ে। এমনকি এসি খারাপও হয়ে যেতে পারে। অর্থাৎ কুলিং সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়মিতভাবে এসির মেশিন পরিষ্কার করা দরকার।
এসি পরিষ্কারের সময় কী কী করবেন?
Advertisement
সরঞ্জাম গুছিয়ে নিন
এসি পরিষ্কার করার আগে মেশিন বন্ধ করে সুইচ বোর্ড থেকে প্লাগ খুলে নেওয়া দরকার। পরিষ্কার করার আগে হাতে গ্লাভস পরে নিন। সঙ্গে রাখুন নরম কাপড়। যদি এসি মেশন অনেক উঁচুতে লাগানো থাকে তাহলে মই প্রয়োজন।
আরও পড়ুনগরমে ‘এনার্জি বুস্টার’ হিসেবে কোন খাবার খাবেন?তাপপ্রবাহে শরীরের কোন অঙ্গে বেশি প্রভাব পড়ে?ধাপে ধাপে পরিষ্কার করুন
প্রথমে এসি মেশিনের জালি ব্রাশ বা নরম কাপড় দিয়ে ঘষে সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
Advertisement
এসি মেশিনের নেট পরিষ্কার
এসি মেশিনের নেট পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি ব্লোয়ার বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। ওই নেট অংশে ভ্যাকুয়াম ক্লিনার বা ব্লোয়ার চালিয়ে ধরে রাখলে হাওয়ার তীব্রতায় ধুলোময়লা বেরিয়ে যাবে।
এসি মেশিনের বাইরের অংশ পরিষ্কার করুন
এয়ার কন্ডিশনার মেশিন বাইরে থেকেও পরিষ্কার রাখা প্রয়োজন। তাই এসি মেশিনের বাইরের অংশেও ময়লা থাকলে তা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিন।
এসির বাইরের অংশের নোংরা পরিষ্কার করার জন্য হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। এজন্য একটি মগে পরিষ্কার পানি নিয়ে তার মধ্যে হোয়াইট ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর ওই মিশ্রণ দিয়েই এসি মেশিনের বাইরের অংশ পরিষ্কার করুন।
সতর্কতা
পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই এসি চালিয়ে দেখতে যাবেন না। অন্তত এক ঘণ্টা ভালোভাবে মেশিন শুকিয়ে নিতে দিন। তারপর এসি চালিয়ে দেখুন সব ঠিক আছে কি না।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জেএমএস/জেআইএম