ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে নির্মিত একটি নাটকে আর্জেন্টিনা ভক্ত মোশাররফ করিমের পাগলামি দেখেছেন দর্শক। এবার তিনি পর্দায় আসছেন ক্রিকেটার হিসেবে। আসছে রোজার ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে বহুল জনপ্রিয় নাটক ‘যমজ’র পাঁচ নম্বর সিক্যুয়েলটি। এরইমধ্যে নাটকের চিত্রনাট্য লিখে শেষ করেছেন অনিমেষ আইচ। তিনিই জানালেন, এবারে মোশাররফ করিমকে তার ভক্তরা ক্রিকেটার হিসেবে দেখতে পাবেন।নাটকটির পরিচালক আজাদ কালাম বললেন, ‘চলতি মাসেই নাটকটির চিত্রধারণের কাজ শুরু হবে। বরাবরের মতো এবারো প্রধান চরিত্রে থাকবেন মোশাররফ করিম। তবে তার বিপরীতে কে থাকবে সেটি এখনো নিশ্চিত হয়নি। শিগগিরই এ বিষয়টি চূড়ান্ত করে জানানো হবে।’প্রসঙ্গত, ‘যমজ’ সিরিজের প্রতিটি নাটকেই একসঙ্গে বাবা ও দুই ছেলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এখানে পিতা মোশাররফরে নাম কদু মিয়া। আর তার দুই ছেলের নাম নেকাব্বর ও একাব্বর। তাদের ক্রিকেট খেলা ও ক্রিকেট নিয়ে পাগলামিই উঠে আসবে ‘যমজ-৫’র গল্পে। এলএ/এবিএস
Advertisement