সাহিত্য

আয়শা সাথীর ছড়া: বন্ধু

আয়শা সাথীর ছড়া: বন্ধু

Advertisement

বন্ধু মানেই পূর্ণ বিকেলবন্ধু মানে জমকালো দিন,বন্ধু মানে কান্না-হাসিরশোধহীন সেই আজন্ম ঋণ।

বন্ধু মানে অটুট বাঁধনভাঙবে এমন সাধ্যি কার,বাঁধন বিহীন বাঁধন এমনকোন নামেতে বাঁধবে আর?

বন্ধু বিনে বুঝবে কে আরআলো-ছায়ার ক্ষণ পারাপার,খুনসুটিতে মাতবে কি দিনছুটবে কি আর মন যাযাবর?

Advertisement

মায়া-স্নেহে বাঁধিস আমায়রাখিস এমন হিয়া মাঝার,শেষবেলাও তুই বন্ধু থাকিসপ্রার্থনা এই আজ বিধি’পর!

এসইউ/জেআইএম