দেশজুড়ে

আলুর দামের লক্ষণ ভালো নয়: ভোক্তা ডিজি

বর্তমানে বাজারে আলুর দামের লক্ষণ ভালো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

Advertisement

তিনি বলেন, চাহিদার চেয়ে মজুত কম হলে মূল্যবৃদ্ধি রোধে আগেভাগেই আলু আমদানির জন্য খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জের বাজার মনিটরিংয়ে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।

মহাপরিচালক বলেন, ‘এ মুহূর্তে আলুর কেজি হওয়া উচিত ছিল ৩০-৩৫টাকা, কিন্তু তা ৩৫-৫০ টাকা। এটি ভালো লক্ষণ নয়। আমাদের আবার আলু আসবে আগামী মৌসুমে। এখন আমরা আলুর স্টকের (মজুত) তথ্য নিচ্ছি। মজুত ও চাহিদার যদি অসামঞ্জস্য থাকে, চাহিদার তুলনায় যদি মজুত কম থাকে, তাহলে আমরা আলু আমদানি আগে থেকেই খুলে দেবো (শুরু করে দেবো)। আমাদের পাশের দেশ থেকে আমদানি খুলে দিতে হবে।’

Advertisement

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা বাস্তবায়ন করবো। কৃষি বিপণন অধিদপ্তর মূল্য ঠিক করে দেবে। তারা যদি মূল্য ঠিক করে দেয় তা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করবো।

বাজার অভিযানকালে ভোজ্যতেল ও মাংসের দোকান ঘুরে দেখেন ডিজি।

অভিযানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার আসলাম খান, ভোক্তা অধিকার মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

Advertisement