ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত গরমে স্ট্রোক করে জাহাঙ্গীর হোসেন (৩৬) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জাহাঙ্গীর হোসেন উপজেলার ব্রহ্মপুর গ্রামের মধ্যপাড়া এলাকার রুহুল আমিন গাজীর ছেলে।
মিজানুর রহমান নামের একজন গরু ব্যবসায়ী জানান, বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন মালিপাড়া গ্রামে গরু কিনতে যান। তাদের মধ্যে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
Advertisement
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হিট স্ট্রোকে আক্রান্ত জাহাঙ্গীর হোসেনকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থা আরও খারাপ হলে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম