দেশজুড়ে

ঈদের ছুটিতে এসেছিলেন বাড়িতে, ‘হিট স্ট্রোকে’ মারা গেলেন প্রবাসী

নাটোরে ভুট্টাক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোকে খাইরুল ইসলাম (৫০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার(৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া এলাকা এ ঘটনা ঘটে।

খাইরুল ইসলাম উপজেলার উজানপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ বছর আগে সৌদি আরবে কাজে যান খায়রুল ইসলাম। ঈদে তিন মাসের ছুটিতে নাটোরের নলডাঙ্গায় গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে নিজের জমিতে ভুট্টা সংগ্রহে যান তিনি। এসময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

Advertisement

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, সবকিছু শুনে আমাদের কাছে মনে হয়েছে তিনি হয়তোবা হিট স্ট্রোকে মারা গেছেন।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম