মাত্র চারদিনের ব্যবধানে বগুড়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা জেলায় এ বছরের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা ।
Advertisement
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে ২৬ এপ্রিল বগুড়ায় ৪০ দশমিক ৮ ডিগ্রি ও ৩৫ বছর আগে ১৯৮৯ সালে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, মঙ্গলবার জেলায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।
Advertisement
তিনি আরও বলেন, আরও কিছুদিন এরকম তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
এনআইবি/জেআইএম