স্মার্টফোন কেনার পর অনেকেই তাতে বিভিন্ন স্ক্রিন প্রোটেক্টর লাগান। তবে অনেকেই এখন চকচকে ল্যাপটপ স্ক্রিন থেকে অ্যান্টি-গ্লেয়ার ম্যাট ডিসপ্লেতে নিজেদের আপগ্রেড করে নিয়েছেন, তারা সবাই এর সুবিধাগুলো জানেন। এই ম্যাট ডিসপ্লেগুলোতে অন্যান্য ডিসপ্লের মতো আঙুলের ছাপের দাগ পড়ে না।
Advertisement
মনে প্রশ্ন জাগতে পারে কেন আমাদের স্মার্টফোনের স্ক্রিন এই নিফটি ম্যাট কভারের সঙ্গে পাওয়া যায় না। তবে সুখবর হল এখন ফোনের জন্যেও ম্যাট স্ক্রিন প্রটেক্টর পাওয়া যেতে পারে। যদিও এর কিছু ভাল এবং খারাপ দুটো দিকই আছে। চলুন জেনে নেওয়া যাক এই ম্যাট স্ক্রিন প্রটেক্টর লাগানোর সুবিধা-অসুবিধাগুলো-
কভার কম ময়লা হয়আমাদের সবারই মাঝে মাঝে হাতের তালু ঘেমে ভিজে থাকে। এতে ফোনে আঙুলের ছাপ পড়ার সমস্যা হয়। অনেকসময় ফোনের স্ক্রিনও তেলতেলে হয়ে যায়। ম্যাট স্ক্রিনেও কিছুটা তেলা ভাব লেগে থাকতে পারে। তবে এটি একটি চকচকে স্ক্রিনের চেয়ে ভালো।
আরও পড়ুন
Advertisement
এই ক্রিনের রিফ্লেকশন নেইউজ্জ্বল আলো বা জানলার বাইরে বা কাছাকাছি ফোন ব্যবহার করার চেষ্টা করলে স্ক্রিনের রিফ্লেকশনের কারণে ফোনের স্ক্রিন দেখাই যায় না। স্যামসাং গুয়ালাক্সি এস২৪ আল্ট্রা একটি বিশেষ লেয়ার দিয়ে এই সমস্যা ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও এই সমস্যা রয়েই গিয়েছে। এক্ষেত্রে মানসম্পন্ন ম্যাট প্রোটেক্টর এই রিফ্লেকশন অনেকটাই কমিয়ে দেয়।
গেমিং গ্রিপগেমিং সেশনের সময় হাতের তালু ঘামে স্যাঁতসেঁতে হয়ে গেলে ম্যাট আরও ভালো গ্রিপ দেয়। ম্যাট স্ক্রিন টেক্সচার আমাদের সামগ্রিকভাবে ফোনে ভালো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
গ্রেনি এফেক্টফোনের রিফ্লেকশন কমাতে গিয়ে এক্ষেত্রে ফোনে গ্রেনি এফেক্ট বেশি দেখা যায়। ভিডিও বা ফটো দেখার সময় এটি সবচেয়ে বিরক্তকর।
টেক্সচারএই ধরনের ফোনে সাধারণত টেক্সচারটি সমতল হয় না।
Advertisement
আরও পড়ুন
ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয় সেটিংস বদলে ফোনের স্টোরেজ খালি করবেন যেভাবেসূত্র: মেক ইউজ অব
কেএসকে/এএসএম