জাতীয়

খন্দকার মোশাররফের জামিন স্থগিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আদালত। রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।এর ফলে খন্দকার মোশাররফ হোসেন কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশিদ আলম খান।এর আগে ৯ জুলাই হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ অর্থ পাচারের ওই মামলায় শর্ত সাপেক্ষে মোশাররফ হোসেনের জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে পরদিন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ১৩ জুলাই বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করলে আদালত ২০ জুলাই শুনানির দিন ধার্য করেন।আজ আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও মোশাররফ হোসেনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন।

Advertisement