খেলাধুলা

নিউজিল্যান্ডের দল ঘোষণা করলো কারা, দেখুন ভিডিওতে

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগেও এমন অভিনবত্ব দেখিয়েছিলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের স্ত্রী, সন্তান, বাবা, মা, দাদা কিংবা দাদীদের দিয়ে স্কোয়াডের নাম ঘোষণা করেছিলো তারা।

Advertisement

এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা উপলক্ষে আরও একবার অভিনবত্ব দেখালো তারা। এবার বিশ্বকাপের দল ঘোষণায় বোর্ডের কোনো কর্মকর্তা কিংবা নির্বাচকরাও আসেনি সংবাদ সম্মেলনে। এসেছেন দু’জন কিশোর-কিশোরী।

বিশ্বকাপের দল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সাংবাদিকরা উপস্থিত। জনাকীর্ণ সংবাদ সম্মেলন কক্ষ। হঠাৎ দু’জন কিশোর-কিশোরী এসে মঞ্চে চেয়ার দখল করে মাইক্রোফোনের সামনে বসে পড়ে।

Join special guests Matilda and Angus at the squad announcement for the upcoming @t20worldcup in the West Indies and USA. #T20WorldCup pic.twitter.com/6lZbAsFlD5

Advertisement

— BLACKCAPS (@BLACKCAPS) April 29, 2024

প্রথমে সবাই খানিকটা অবাক হয়ে যান। এরপরই জানা গেলো, তারা বিশ্বকাপের দল ঘোষণা করবে। ছেলেটির নাম আঙ্গুস, মেয়েটির নাম মাতিলদা। ১৫ সদস্যের দল ঘোষণা করার পরে তারা জানায়, কোনও প্রশ্ন থাকলে সাংবাদিকরা তাদের কাছে করতে পারে। এ কথা শুনে সবাই হেসে ওঠেন।

নিউজিল্যান্ডকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। এটি উইলিয়ামসনের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ। চতুর্থবার অধিনায়ক হিসেবে খেলতে নামবেন তিনি। ১৫ সদস্যের দলে উল্লেখযোগ্য নাম ডেভন কনওয়ে। চোটের কারণে চলতি আইপিএলে খেলতে পারছেন না তিনি।

চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কনওয়েকে হয়তো উইকেটের পিছনে গ্লাভস হাতেও দাঁড়াতে হতে পারে। কারণ, দুই উইকেটরক্ষক টিম সেইফার্ট ও টম ব্লান্ডেলকে দলে জায়গা দেওয়া হয়নি। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ফিন অ্যালেন।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে খেলা হওয়ায় দলের স্পিন বিভাগকে শক্তিশালী করতে চেয়েছে নিউজিল্যান্ড। ইশ সোধি, মিচেল সান্তনার, রাচিন রাবিন্দ্রার পাশাপাশি গ্লেন ফিলিপ্স, মার্ক চাপম্যান ও মাইকেল ব্রেসওয়েলও স্পিন বোরিং করতে পারেন। টিম সাউদি, জিমি নিশাম, ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরাও রয়েছেন দলে। একমাত্র রাবিন্দ্রা ও ম্যাট হেনরি এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছেন।

Advertisement

বিশ্বকাপে নিউজিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্কচাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রাচিন রাবিন্দ্রা, মিচেল সান্তনার, ইশ সোধি, টিম সাউদি।

আইএইচএস/