আন্তর্জাতিক

ভারতে একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ভারী বৃষ্টি-তুষারপাত

ভারতের বেশিরভাগ অংশে এখন চলছে তীব্র তাপপ্রবাহ। ভয়ংকর গরমে পুড়ছে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো। কোথাও কোথাও তাপমাত্রার পারদ উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসেও। ঠিক সেই সময়, ভারতের আরেক অংশে দেখা দিয়েছে ভারী বৃষ্টি ও তুষারপাত। জায়গাটি হলো ভূস্বর্গ-খ্যাত কাশ্মীর।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৯ এপ্রিল) জম্মু-কাশ্মীরের সোনমার্গ এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন>>

কাশ্মীরে নির্বাচন না দিয়ে ফের একই কারণ দেখালো ভারতের ইসি কাশ্মীরের ‘উন্নয়ন’ দেখাতে গিয়ে পটুয়াখালীর ছবি ব্যবহার

একটি ভিডিওতে তুষারে ঢাকা পাহাড় বেয়ে কাদামাটির স্রোত নেমে আসতে দেখা গেছে। এসময় এলাকাটি থেকে কিছু মানুষ ও গবাদি পশুকে ছুটে পালাতে দেখা যায়।

Advertisement

An avalanche hit the Sonmarg area of Jammu and Kashmir on Monday amid heavy rain and snowfall. In a video, the avalanche was seen rumbling down a snow-covered mountainside and a few people and livestock were seen rushing out of the area.#jammuandkashmir #Avalanche #dy365 pic.twitter.com/1Tbv6zztci

— DY365 (@DY365) April 29, 2024

ভারী বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরের আরও কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণরেখার কাছে উরিতে ভূমিধসের কারণে একটি পাহাড়ি বাড়ি ভেঙে পড়তে দেখা গেছে।

বৃষ্টির পর একাধিক ভূমিধসের কারণে সোমবার জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন>>

Advertisement

পশ্চিমবঙ্গের তাপমাত্রা ঠেকলো ৪৫ ডিগ্রিতে, আরও বাড়ার আশঙ্কা গরমের মধ্যেও ছুটে বেড়াচ্ছেন মোদী, রোজ করছেন ৪ জনসভা

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযোগকারী একমাত্রা সর্ব-আবহাওয়া মহাসড়ক এটি। রামবান জেলার মেহার, গাংরু, মম পাসি এবং কিশতওয়ারি এলাকায় ভূমিধসের কারণে সড়কটি অবরুদ্ধ হয়ে পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পিয়ার কি গলি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভারী তুষারপাতের কারণে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে মুঘল রোডও। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সঙ্গে জম্মুর পুঞ্চ ও রাজৌরি জেলাগুলোর সংযোগ ঘটিয়েছে এই সড়ক।

গত ৭২ ঘণ্টার প্রবল বৃষ্টিপাতের কারণে কাশ্মীরের সব নদী, হ্রদ এবং জলাশয়ে পানির উচ্চতা বেড়েছে। ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থা আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

বন্যা ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কেএএ/