রাত পোহালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে খেলা, যে ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। অথচ মূল স্কোয়াডের ১০ জন নেই ক্যাম্পে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব আর তানভীর ইসলাম এখন চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে টিম বাংলাদেশের বহরে।
Advertisement
ঘোর বিপাকে আবাহনী ম্যানেজমেন্ট। এমনিতেই ১০ জন অতিনির্ভরযোগ্য পারফরমার নেই। তার ওপর ইনজুরির শিকার হয়েছেন পেসার খালেদ আহমেদ আর ওপেনার মাহমুদুল হাসান জয়। এক কথায় ১১ জন মাঠে নামানোই দায়।
কী করবে আবাহনী? মঙ্গলবার বিকেএসপি মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে কারা খেলবেন আবাহনীতে? কোচ খালেদ মাহমুদ সুজন আজ সোমবার শেরে বাংলায় বয়সভিত্তিক দলের কিছু ক্রিকেটারকে এনে প্র্যাকটিস করিয়েছেন। তবে একদম ভেতরের খবর, আবাহনীকে একাদশ সাজানোর সুযোগ দিচ্ছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আবাহনীকে ৩ জন ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়েছে বিসিবি তথা ক্রিকেট অপারেশন্স। ক্রিকেট অপস এর চেয়ারম্যান জালাল ইউনুস আজ সোমবার পড়ন্ত বিককেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের কাছে আবাহনী, মোহামেডান আর শাইনপুকুর ৩ দল প্লেয়ার ছাড়ার আবেদন করেছে। আবাহনী ৩ জন আর মোহামেডান ও শাইনপুকুর ১ জন করে ক্রিকেটার কাল মঙ্গলবার খেলায় অংশগ্রহণের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বোর্ডে। আমরা আবাহনীকে ৩ জন আর মোহামেডানের ১ জন (মাহমুদউল্লাহ রিয়াদ) ৩০ এপ্রিল খেলার অনুমতি দিয়েছি। তবে কারা খেলবে, সেটা নির্বাচকরা ঠিক করে দেবেন।’
মোহামেডানে যেহেতু মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর কেউ জাতীয় দলের বহরে নেই, তাই তিনিই অনুমতি পেয়েছে। মানে মঙ্গলবার বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে মোহামেডানের হয়ে খেলবেন রিয়াদ। এদিকে জানা গেছে, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক আর ৪ পেসার তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন ও তানজিম সাকিবের যে কোনো একজনকে আগামীকাল আবাহনীর হয়ে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আবাহনীর পক্ষে কারা খেলবেন, তা নিশ্চিত করে জানা যায়নি। শুধু সংখ্যাটা ৩, নিশ্চিত করেছেন ক্রিকেট অপস চেয়ারম্যান।
Advertisement
ওদিকে শাইন পুকুরও তানজিদ তামিম আর রিশাদ হোসেনকে খেলানোর অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল বোর্ডে। তবে সেটা গ্রহণযোগ্যতা পায়নি। তানজিদ তামিমকে খেলার অনুমতি দেওয়া হয়নি।
এছাড়া ১৫ জনের জাতীয় দলে আছেন প্রাইম ব্যাংকের ২ ক্রিকেটার পারভেজ ইমন, শেখ মেহেদি। তাদের খেলানোর আবেদন করেনি প্রাইম ব্যাংক।
এআরবি/এমএমআর/এমএস
Advertisement