আন্তর্জাতিক

৬০ শতাংশের বেশি ভোটার মনে করেন বাইডেনের আমল ব্যর্থ

চলতি বছরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে ক্যাম্পেইন। সিএনএনের এক জরিপে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

জরিপে অংশ নেওয়াদের অধিকাংশই মনে করেন ট্রাম্পের আমল ছিল সফল। অন্যদিকে বাইডেনের আমল ব্যর্থতায় ভরা।

আরও পড়ুন>

সৌদি সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয়

নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৯ শতাংশের সমর্থন ট্রাম্পের প্রতি। অন্যদিকে বাইডেনের প্রতি সমর্থন রয়েছে ৪৩ শতাংশের।

Advertisement

ট্রাম্পের প্রেসিডেন্সিকে এখন সফল বলছেন ৫৫ শতাংশ। যদিও ৪৪ শতাংশ বলছেন ট্রাম্পের আমল ব্যর্থ ছিল। তবে ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার কয়েক দিন আগে ও ক্যাপিটল হিলে হামলার কয়েক দিন পরের জরিপে ৫৫ শতাংশ জানিয়ে ছিল ট্রাম্পের আমল ব্যর্থ।

অন্যদিকে ৬১ শতাংশ মনে করছেন বাইডেনের আমল ব্যর্থ এবং ৩৯ শতাংশ বলছেন তার আমল সফল। এর আগের জরিপে বাইডেন প্রশাসনের প্রথম বছরকে ব্যর্থ বলেছিলেন ৫৭ শতাংশ ও সফল বলেছিলেন ৪১ শতাংশ।

মূলত ট্রাম্প প্রশাসন যে সফল ছিল সে ব্যাপারে ঐক্যবদ্ধ রয়েছে রিপাবলিকানরা। ৯২ শতাংশ রিপাবলিকানরা মনে করেন ট্রাম্পের সময়কাল সফল ছিল। অন্যদিকে ৭৩ শতাংশ ডেমোক্রেট মনে করছেন বাইডেন প্রশাসন সফল।

অন্যদিকে দুই প্রেসিডেন্টের অর্জন সম্পর্কে জানাতে চাইলে ১৪ শতাংশ মনে করেন দুইজনই ব্যর্থ। আবার আট শতাংশ মনে করেন দুইজনেই সফল।

Advertisement

সূত্র: সিএনএন

এমএসএম