ধর্ম

সত্য গ্রহণই শান্তির উপায়

আল্লাহ তাআলা মানুষের সত্য ও ন্যয়ের পথ প্রাপ্তি এবং মিথ্যা ও অন্যায় থেকে মুক্তির জন্য কুরআনের অনেক আয়াত নসিহত আকারে উল্লেখ করেছেন। আবার সুস্পষ্ট নির্দেশনাও দিয়েছেন সত্য ও ন্যয়ের পক্ষে, অন্যায় ও অসত্যের বিপক্ষে। যার ব্যাখ্যা-বিশ্লেষণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বহু হাদিস রয়েছে। সত্য গ্রহণ ও অসত্য বর্জনেই রয়েছে শান্তি। এ বিষয়ে একটি হাদিস তুলে ধরা হলো-হজরত আবি মুহাম্মাদ হাসান ইবনে আলি ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এ কথাগুলো মুখস্ত করেছি, যা তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দাও আর যা তোমাকে সন্দেহে না ফেলে, তা-ই গ্রহণ করো। সত্যপ্রীতি অবশ্যই শান্তিদায়ক এবং মিথ্যা সন্দেহ সৃষ্টিকারী। (তিরমিজি)এ হাদিসটি মুসলিম উম্মাহর আত্ম-সংশোধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসটি অধিক গুরুত্বপূর্ণ বিধায় হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু হাদিসের কথাগুলো মুখস্ত করে নিয়েছেন। দুনিয়ার যে কাজে সত্য গ্রহণে সন্দেহের উদ্রেক করে এ ধরনের কথা পরিহার করা আবশ্যক। আবার যে কথা ও কাজে সন্দেহের কোনো অবকাশ নাই, তা গ্রহণ করাই হলো মুমিনের জন্য জরুরি।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সত্যের ওপর থাকার এবং অসত্য ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement