দেশজুড়ে

রামেক হাসপাতালে দুদকের অভিযান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাকালীন আইসিইউ বেড কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

রোববার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান চালায়।

প্রথমে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন ভবনে যায়। এরপর তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. আব্দুল কুদ্দুস মন্ডলের কক্ষের বিভিন্ন নথিপত্র দেখেন।

এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসানুল হাসিব, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. আব্দুল কুদ্দুস মন্ডলসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

অভিযানে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, আইসিইউ বেড কেনাকাটায় অনিয়ম হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান। রামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু নথিপত্র নেওয়া হয়েছে। সব পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

সাখাওয়াত হোসেন/এএইচ/জেআইএম