দেশজুড়ে

১৫ ঘণ্টায়ও খোঁজ মেলেনি জাহাজ থেকে ছিটকে পড়া শ্রমিকের

পটুয়াখালীর কলাপাড়ায় ১৫ ঘন্টায়ও বালুর জাহাজ থেকে ছিটকে পরে নিখোঁজ হওয়া শাকিল (২৩) নামে শ্রমিকের খোঁজ মেলেনি।

Advertisement

শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে কলাপাড়া পৌরশহর নাচনাপাড়া এলাকার গরুর বাজার সংলগ্ন আন্দারমানিক নদীতে নিখোঁজ হওয়ার পরপরই তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রোববার (২৮ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় পটুয়াখালীর ডুবুরি দল এরপরও মেলেনি তার সন্ধান।

নিখোঁজ শাকিল পাশ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।

ফায়ারসার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানান, কলাপাড়া পৌরসভার কেরামত আলী খান মালিকানাধীন এমভি তিশা-তাপসী জাহাজে চারজন শ্রমিক ছিলেন। জাহাজটি পায়রা বন্দর থেকে বালু নিয়ে কলাপাড়ায় পৌঁছে জাহাজটি নোঙ্গরের চেষ্টা করে। এসময় বলগেটটি নোঙ্গর করতে গিয়ে ডান্ডি চুকানের সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন। পরে রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

Advertisement

তিনি আরও জানান, রাতের অভিযানের পর সকালে পটুয়াখালী থেকে আগত ডুবুরি দল, স্থানীয় জেলে, ট্রলার, নৌকা নিয়ে আমরা উদ্ধার অভিযানে নেমেছি। তবে জোয়ারে পানি বেড়ে যাওয়ার কারণে অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এনআইবি/জেআইএম