ভ্রমণে গিয়ে হোটেলে থাকার খরচ বহন করতে হিমশিম খেয়ে যান অনেকেই। এ কারণে বর্তমানে হোটেল খরচ এড়াতে বেশিরভাগ মানুষই ডে লং টুরে যেতে বেশি আগ্রহী ইয়ে উঠেছেন।
Advertisement
বর্তমানে বিভিন্ন পর্যটনকেন্দ্র কিংবা দর্শনীয় স্থানের আশপাশের হোটেল বা রিসোর্টের ভাড়া বেড়েছে। ফলে একদিন বা দুদিনের বেশি কেউই হোটেলে রাত কাটাতে চান না খরচের ভয়ে। তবে কয়েকটি কৌশল মেনে আপনি খুব সহজেই ভ্রমণে হোটেল খরচ কমাতে পারবেন। জেনে নিন করণীয়-
হোটেলগুলোর ওয়েবসাইটে ঢুঁ মারুন
শীর্ষস্থানীয় হোটেলগুলোর ওয়েবসাইটে ঢুঁ মারুন। বিভিন্ন সময় হোটেলগুলো ডিসকাউন্ট দেয়। তাই নিয়মিত বিভিন্ন হোটেলের ওয়েবসাইট চেক করলে আপনিও সে সুযোগ পেতে পারেন। বিশেষ করে বিভিন্ন উৎসবের মৌসুমে ডিসকাউন্ট বা প্যাকেজ মেলে।
Advertisement
ডিসকাউন্ট আছে কি না জেনে নিন
চাইলে পছন্দের হোটেলে থাকতে ডিসকাউন্টের জন্য হোটেলে ফোন করে ডিসকাউন্টের বিষয়ে জানতে চান। এছাড়া কথা বলে, আপনি চেকআউট, ব্রেকফাস্টসহ ওয়াইফাই ইত্যাদি সুবিধা পাবেন কি না তাও জানতে পারবেন। যা আপনি অনলাইন বুকিংয়ে পাবেন না।
আবার আপনি যদি হোটেল বুক দেওয়ার সময় জানান যে আগে হোটেলটিতে আপনি থেকেছেন, তাহলে কর্মীরা আপনাকে ছাড় দিতে পারেন। ব্র্যান্ড অনুসারে আপনি কিছুটা পয়েন্টও অর্জন করতে পারেন।
আরও পড়ুনসিকিম ভ্রমণের সেরা সময় কখন?ঢাকার কাছেই ঘুরে আসুন বাঁশ-কাঠের তৈরি রিসোর্টে
Advertisement
অফ-সিজনে হোটেল বুকিং করুন
খরচ বাঁচাতে অফ-সিজনে হোটেল বুকিং করুন। অফ-সিজনে সব হোটেলের খরচ বেশ কম পড়ে। হোটেল মালিকরা ওই সময় পর্যটক বেশি না আসায় ছাড় দেন অনেক।
সাপ্তাহিক ছুটি বাদে ঘুরতে যান
শুক্র ও শনিবার বাদ দিয়ে অন্যদিনগুলোতে হোটেলে থাকুন। বেশিরভাগ মানুষ সপ্তাহান্তে ঘোরাঘুরি করতে পছন্দ করেন, যার কারণে ছুটির দিনে রুম বুকিং সবচেয়ে বেশি হয়।
সপ্তাহের অন্যদিনগুলোতে বেড়াতে যাওয়ার চেষ্টা করুন, সে সময় হোটেল বুকিংয়ে আপনার বেশি খরচ হবে না। আপনি যদি তার সঙ্গে ২-৩ রাত বুক করেন তবে অনেকটাই ছাড় পাবেন।
অ্যাপ ব্যবহার করুন
হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অ্যাপ ব্যবহার করুন। অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং করেও ছাড় পেতে পারেন। আপনার যখন শেষ মুহূর্তে একটি রুম বুক করার প্রয়োজন হয় তখন অ্যাপগুলি সবচেয়ে উপযোগী।
জেএমএস/জেআইএম