দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের জন্য আরও সাতশ বাংলাদেশি শান্তিরক্ষী নেয়া হবে বলে জাতিসংঘ জানিয়েছে।জানা গেছে, বাংলাদেশের শান্তিরক্ষীরা শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দক্ষিণ সুদানের জন্য বাংলাদেশ থেকে নতুন করে আরেও সাতশ শান্তিরক্ষী নেয়া হচ্ছে।এর আগে গত ১৭ ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিরাপত্তা পরিষদের সঙ্গে শান্তিরক্ষা মিশনের ওয়ার্কিং কমিটির বৈঠকে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়েছিল।
Advertisement