খেলাধুলা

৬ গোলের থ্রিলারে জয়হীন পিএসজি, বাড়লো শিরোপার অপেক্ষা

ছয় গোলের থ্রিলার ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-৩ গোলে রুখে দিয়েছে রেলিগেশনের শঙ্কায় থাকা লে হ্যাভর। এতে ফরাসি লিগ ওয়ানের ১২তম শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো পিএসজির।

Advertisement

চলতি মৌসুমে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করতে পারতো পিএসজি। কারণ, প্যারিসের ক্লাবটি ১২ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকোর পয়েন্ট ৫৮।

লে হ্যাভরের বিপক্ষে জিততে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো পিএসজির। জয় তো পরের বিষয়, এই ম্যাচে হারতেই বসেছিল লুইস এনরিকের দল। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে যদি গনকালো রামোস গোল না করতেন, তাহলে তো হারতেই হতো কিলিয়ান এমবাপেদের। তবে শেষ পর্যন্ত অন্তত ১ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে পিএসজি।

গতকাল শনিবার রাতে পিএসজির ঘরের মাঠে গোল উৎসবের শুরুটা করে হ্যাভর। ১৯ মিনিটে ক্রিস্টফার ওপেরির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল। এর ১০ মিনিট পর ব্রাডলি বারকোলার গোলে ১-১ সমতায় ফেরে পিএসজি।

Advertisement

৩৮ মিনিটে আবারও গোল হ্যাভরের। এবার অতিথিদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন আন্দ্রে অ্যাইউ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬১ মিনিটে আবদৌলায়ে তৌরির পেনাল্টি থেকে করা গোলে ৩-১ ব্যবধান এগিয়ে যায় হ্যাভর।

৭৮ মিনিটে আশরাফ হাকিমির গোলে ব্যবধান কমিয়ে (৩-২) আনে পিএসজি। এরপর ৯৫ মিনিটে রামোসের গোলে ৩-৩ সমতায় ফেরে স্বাগতিকরা। অবশেষে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।

এমএইচ/এমএস

Advertisement