সাহিত্য

সাতক্ষীরায় দিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে জেলা সাহিত্য পরিষদ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement

সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফের চেয়ারপারসন কবি আবদুস সামাদ ফারুক। জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ।

অনুষ্ঠানে কবি মুহম্মদ নূরুল হুদা ও কবি পল্টু বাসারকে সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয় এবং সম্মেলন উপলক্ষে ‘ভোর’ নামের সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন করা হয়।

সম্মেলনে সংগঠনের সার্বিক কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ম জামান। সাহিত্য সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে চার শতাধিক কবি অংশ নেন।

Advertisement

দুপুরের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মেলনে অংশগ্রহণকারী লেখকদের স্বরচিত কবিত পাঠ, পঠিত কবিতার ওপর আলোচনা, গান, আবৃত্তি ও লেখকদের সনদ বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী সাহিত্য সম্মেলন শেষ হয়।

এসআর