সাহিত্য

জমির হোসেনের তিনটি কবিতা

মানুষের স্বভাব

Advertisement

অনিত্য দুর্ভিক্ষ আলোয় ঘুমিয়ে সব আত্মীয় উঁকি মারে মাঝে মধ্যে দেয়ালের বিপত্তি উলঙ্গ দেহ অসীম নির্লজ্জক্ষুধায় চিবায় পাথর বাঁচতে আকুতি নির্লজ্জ দৌড়ে পালায়।বধির সমাজ দুর্বল মেরুদণ্ড ওদের হুংকারে চারদিক নিস্তব্ধ বনের বাঘ ভয়ে কাঁপে মানুষ জাতের চালচলন।

অন্ধকার ভালোবাসা

জলের আশায় প্রবাহ মনস্বাদ মিটবে আলিঙ্গন জীবন যৌবন থমকে যায়প্রাপ্তির অসম্মান হৃদয় পায়।চিমটি কাটে শরীর পানেঅদৃশ্য অনুভূতি টানেপথের মাঝে কাটা সারিজীবন সুরক্ষায় বন পাড়িঅন্ধকারে পা বাড়ালে ভালোবাসা চিমটি কাটে।

Advertisement

পচাঁ সমাজ

নষ্ট মানুষ পঁচা সমাজসুশিক্ষার ভাটাঁ? পথভ্রষ্ট অগ্রজ প্রজন্মনীতি-নৈতিকতার অবক্ষয়লাইনচ্যুত ট্রেনের মতো সততা পৃষ্ঠে গেছে সেই কবে।তোষামোদ আজ সমাজজুড়েপ্রজন্ম তাই দিকবিদিক জ্ঞান চর্চার নোঙর খোঁজে।মানুষের আত্মচিৎকার সুশীল সমাজ অন্ধ বধির আলোতে ধনীরা গিলছে ধনঅধম না হলে উপায় কি।

এমআরএম/এমএস

Advertisement