মাত্র ৩ বলে ২ রান দরকার ছিল। এমন সময় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পান্ডের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান মুশফিক। শনিবার ভারতের একটি টেলিভিশনের অনুষ্ঠানে মুশফিককে অপমানিত করে `আমার বলে মুশফিকের ছক্কা মারার যোগ্যতাই নেই` এমন কথা বলেন ভারতের এই বলার। আইপিলে নিজের তৃতীয় ম্যাচে মুস্তাফিজ সেই পান্ডের স্টাম্প গুড়িয়ে দিয়ে মুশফিকের অপমানের প্রতিশোধের সাথে সাথে জানান দিলেন তারও ছক্কা মারার যোগ্যতাই নেই। নিজের তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সে বিপেক্ষ শুরুতে সুবিধা করতে পারেননি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। কাটার মাস্টার এদিন আক্রমণে আসেন ষষ্ট ওভারে। প্রথম তিন ওভারে ৯+১৩+৪ রান দিয়ে চতুর্থ ওভারে এসে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডের স্টাম্প গুড়িয়ে দেন। এই ওভারে মুস্তাফিজ ৬ রান দিয়েছেন। এদিকে ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দারাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দারাবাদ।এমআর/পিআর
Advertisement