প্রহরের অনুমিত দুঃখ
Advertisement
কেবল তুমিই দেখ নাঅন্ধকারের ভেতরকার প্রগাঢ় বেদনা
সে-ও তো প্রহরের অনুমিত দুঃখ
কুহক রাত্রির বেদনা এখন জোছনার তরজমায় শুধু কল্পনার পুরাণকুয়াশাগাহনে দূরের নদীতেঢেউ ভেসে যায় পারদের মতো
Advertisement
আর—
ভোরই গোধুলি পেরুতেঅপেক্ষায় থেকে থেকে নিয়ড়ে টেনে নেয় অন্ধকারের নির্জনতা...
****
শব্দের চৈতন্য
Advertisement
একটা মেলোডিক বিকেল ডানায় মেখে পাখিরা উড়ে পালকে ফেরায় নীলাদ্রি ঢেউ
সবুজের ভাঁজে ভাঁজে গাঁথা প্রেমজলজোছনার উষ্ণ সৌকর্যেহেমন্তের প্রভাতে সুর বোনে নিসর্গ বাউল
শব্দের চৈতন্যে মজিলে রাজহংসী নদীকথারা গান হয়ে ফেরে আর্দ্র ঠোঁটে...
****
বাজে চুম্বনের কলট্যুন
নৈঃশব্দ্যর গহীনে ব্যথার অথৈ ঢেউশব্দহীন নীরব হয়ে আছে অ্যান্ড্রয়েড নদী ঠোঁটের কোলাজে তবু বেজে ওঠে চুম্বনের কলট্যুন জ্যোৎস্না ভাঙার মড়মড়েশান বাঁধে; নির্জন সংগীতের তানপুরা এবং শামুকবৃক্ষ মগ্ন পাঠে মজে ঐশ্বরিক তানধরায়...
এসইউ/জিকেএস