খেলাধুলা

স্লটই হতে পারেন লিভারপুলের কোচ: ফন ডাইক

চলতি মৌসুম শেষে আর অ্যানফিল্ডে থাকবেন না, গত জানুয়ারিতেই নিজের সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন লিভারপুল কোচ ইয়ুুর্গেন ক্লপ। যে কারণে আগামী মৌসুম থেকে নতুন কোচ নিয়োগ দিতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে।

Advertisement

ক্লপের বিদায়ের পর কে নেবেন লিভারপুলের দায়িত্ব, এতদিন সেই আলোচনায় ছিল বেশ কিছু বড় বড় নাম। তবে তাদের সবাইকে ছাড়িয়ে সর্বশেষ আলোচনার শীর্ষে উঠেছেন আর্নে স্লট। বলা হচ্ছে, এই ডাচ কোচই পেতে যাচ্ছেন লিভারপুলের দায়িত্ব।

এবার লিভারপুলের অধিনায়ক ভির্গিল ফন ডাইকের কণ্ঠেও শোনা গেল সেই একই সুর। তিনি জানিয়েছেন, স্লটই হবেই লিভারপুলের পরবর্তী কোচ। এক্ষেত্রে স্লটকে এগিয়ে রাখবে তারা খেলার ধরন ও কোচিং দর্শন।

গতকাল বুধবার রাতে মার্সিসাইড ডার্বিতে এভারটনের কাছে ২-০ গোলের হতাশাজনক হারের পর গণমাধ্যমের সামনে কথা বলেন ফন ডাইক। সে সময় লিভারপুলের পরবর্তী কোচ নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি।

Advertisement

ফন ডাইক বলেন, ‘অবশ্যই এখন এর উত্তর দেওয়া কঠিন বলে মনে করি। কিন্তু আমার মনে হয়, আর্নে স্লট এই মুহূর্তে সেরা ডাচ কোচদের একজন হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, তিনি যেভাবে খেলেন এবং তার দর্শন যেমন, সে হিসেবে তিনি লিভারপুলের কোচ হতে পারেন। এটি শুধুমাত্র আমার মতামত। আমি যতটুকু জেনেছি এবং শুনেছি। অবশ্যই তা চূড়ান্ত সিদ্ধান্ত থেকে অনেক দূরে। আমরা দেখবো। পরের মৌসুমে আমরা সেদিকে ফোকাস করবো।’

বুধবার ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন তাদের নিজস্ব সূত্রের বরাতে বলেছে, স্লটকে কোচ হিসেবে নিয়োগ করতে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে লিভারপুল। বর্তমানে নেদারল্যান্ডের ক্লাব ফায়েনার্ডের কোচ হিসেবে কাজ করছেন তিনি।

এমএইচ/জিকেএস

Advertisement