চারপাশ ছেয়ে আছে লাল ধূলোয়। আকাশও হয়ে উঠেছে রক্তিম বর্ণ। প্রথম দেখায় মনে হতে পারে, এটি পৃথিবীর নয়, মঙ্গল গ্রহের দৃশ্য। কিন্তু গত মঙ্গলবার (২৩ এপ্রিল) ঠিক এমনই দৃশ্য দেখা গেছে লিবিয়ায়। সেদিন দিনের বেলা হঠাৎই লাল বর্ণ ধারণ করেছিল দেশটির আকাশ।
Advertisement
একই দিন গ্রিসেও তৈরি হয়েছিল অদ্ভূত পরিবেশের। দেখতে দেখতেই দেশটির রাজধানী এথেন্সের আকাশ ছেয়ে গিয়েছিল কমলা রঙে।
আরও পড়ুন>>
সবুজ হয়ে উঠছে মক্কা-মদিনার পাহাড়-পর্বত, ভিডিও ভাইরাল বরফের চাদরে ঢেকে গেছে সৌদির মরুভূমিমূলত, ভূমধ্যসাগর পেরিয়ে আসা সাহারা মরুভূমির ধূলোয় ঢাকা পড়ে এই অবস্থা হয়েছিল গ্রিসের।
Advertisement
It’s apocalyptic in Athens right now. Mind you, no filter used. pic.twitter.com/YMTWKnVA6P
— Elly Vintiadis (@EllyVintiadis) April 23, 2024স্কাই নিউজের খবর অনুসারে, শক্তিশালী দক্ষিণী বাতাস উত্তর আফ্রিকা থেকে ধূলোর মেঘ বয়ে ইউরোপে নিয়ে যায়। এর ফলে গত মঙ্গলবার গ্রিসের রাজধানীসহ বিভিন্ন এলাকার আকাশ কমলা বর্ণ ধারণ করে।
স্থানীয় একজন আবহাওয়া গবেষক বলেছেন, এটি ২০১৮ সালের পর এ অঞ্চলে হওয়া সবচেয়ে ভয়াবহ ধূলিঝড়।
দ্য লিবিয়া অবজারভারের তথ্যমতে, মঙ্গলবার ধূলিঝড়ের সঙ্গে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। স্যাটেলাইটে লিবিয়ার উত্তর উপকূলের বিস্তীর্ণ অংশ ধূলোর মেঘে ঢাকা থাকতে দেখা যায়, যা দক্ষিণ দিকে মরুভূমি এবং উত্তরে ভূমধ্যসাগরের ওপর প্রসারিত হয়েছে।
Advertisement
আরও পড়ুন>>
রক্তলাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার আকাশ দাবানলে লাল-কমলা যুক্তরাষ্ট্রের আকাশ, ঘর ছাড়ছে লাখো মানুষলিবিয়া ও গ্রিসের এই ধূলিঝড় এবং লাল-কমলা আকাশের দৃশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন অনেকে। এমন পরিস্থিতিতে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
সূত্র: স্কাই নিউজ, আকুওয়েদারকেএএ/