ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সের পুরস্কার জিতেছেন নোভাক জকোভিচ। আর নারীদের বিভাগে এই অ্যাওয়ার্ড পেয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।এ নিয়ে চারবার আইটিএফের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সের পুরস্কার জিতেছেন সার্বিয়ান তারকা জকোভিচ। দারুণভাবেই শেষ করেছেন এ বছর; উইম্বলডনের শিরোপা জয়ের পাশাপাশি এটিপি ট্যুর ফাইনালসের ট্রফি জিতেছেন তিনি। সঙ্গে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও নিজের করে রেখেছেন ২৭ বছর বয়সী এই প্লেয়ার।এদিকে নারীদের বিভাগে এ বছর ইউএস ওপেন ও ডব্লিউটিএ ট্যুর চ্যাম্পিয়নশিপের টাইটেল জিতেছেন সেরেনা উইলিয়ামস। সঙ্গে র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও রয়েছে তার দখলে। এ জন্য ৩৩ বছর বয়সী সেরেনাকেই বেছে নিয়েছেন বিচারকরা।এ ছাড়া পুরুষের ডাবলসে এই পুরস্কার পেয়েছেন আমেরিকার বব ও মাইক বারইয়ান জুটি। আর নারীদের ডাবলসে অ্যাওয়ার্ড পেয়েছেন সারা ইরানি ও রবার্টা ভিঞ্চি জুটি। আগামী বছরের ২ জুন আইটিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সের অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে পুরস্কার জয়ীদের হাতে।
Advertisement