জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৯ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে?উত্তর : ৩০ দিনে।২. প্রশ্ন : (√3.√5)^4- এর মান কত?উত্তর : 225.৩. প্রশ্ন : যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে-উত্তর : একটি অমূলদ সংখ্যা।৪. প্রশ্ন : ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা-উত্তর : ৪.৫. প্রশ্ন : কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে, সংখাটি কত?উত্তর : ৩৬।৬. প্রশ্ন : লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-উত্তর : ৬ ঘণ্টা।৭. প্রশ্ন : ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে-উত্তর : ৪ দিনে।৮. প্রশ্ন : টাকায় ৩টি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-উত্তর : ৫০%।৯. প্রশ্ন : একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?উত্তর : ২ লিটার।১০. প্রশ্ন : পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?উত্তর : ১৮ বছর।১১. প্রশ্ন : ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ......... ধারাটির ১০ম পদ-উত্তর : ৫৫।১২. প্রশ্ন : বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-উত্তর : মাটির সঙ্গে সংযোগ হয় না।১৩. প্রশ্ন : আকাশে বিজলী চমকায়-উত্তর : মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।১৪. প্রশ্ন : কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?উত্তর : ভিটামিন কে।১৫. প্রশ্ন : Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?উত্তর : 10 meters.১৬. প্রশ্ন : 30% of 10 is 10% of which?উত্তর : 30.১৭. প্রশ্ন : Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim?উত্তর : 16.১৮. প্রশ্ন : বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো হলো -উত্তর : IDA.১৯. প্রশ্ন : উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?উত্তর : ৮ বছর।২০. প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয়েছিলো?উত্তর : লুইসিয়ানা।এসইউ/পিআর

Advertisement