দেশজুড়ে

বাসার ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুতের তারে দগ্ধ দুই বোন

সিলেটের বিয়ানীবাজারে বাসার ছাদ থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ হয়েছেন দুই বোন। বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর মজুমদারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

আহতরা হলেন, উপজেলার বড়আইল গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে সামিয়া রহমান (১৮) ও তার ফুফাতো বোন একই উপজেলার বালিঙ্গা গ্রামের সাহেল আহমদের মেয়ে সাদিয়া জান্নাত ইভা (২৩)। তারা দুজন কলেজছাত্রী। নগরীর মজুমদারী এলাকায় ফুফুর বাসায় বেড়াতে এসেছিলেন তারা।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ সামিয়ার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সামিয়ার মামাতো ভাই দিপু আহমদ জাগো নিউজকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে তিনতলা বাসার ছাদ থেকে কাপড় আনতে যান সামিয়া ও ইভা। এসময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর হেলে পড়েন সামিয়া। মুহূর্তের মধ্যে তার শরীরে আগুন লেগে যায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে ফুফাতো বোন ইভাও দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে সামিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইভা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, দগ্ধ সামিয়া রহমানের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আহমেদ জামিল/আরএইচ/জিকেএস