বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের জন্যে জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোনো ধরনের ফি বা চাঁদা না আদায় করতে নির্দেশনা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
Advertisement
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সারাদেশের নেতাকর্মীদের প্রতি এই জরুরি সাংগঠনিক নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা সমমর্যাদার ইউনিট বা সরাসরি কেন্দ্র নিয়ন্ত্রিত মেডিকেল কলেজ, কলেজ ও অন্য ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যমান/ মনোনয়ন ফি/ চাঁদা আদায়/ নির্ধারণ করা যাবে না।’
‘একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও অন্য ইউনিট তাদের অধীনস্থ কোনো ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যমান/ মনোনয়ন ফি/ চাঁদা আদায়/ নির্ধারণ করা যাবে না।’
Advertisement
সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান আরও বলেন, ‘উপজেলা, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও অন্য ইউনিট তাদের অধীনস্থ কোনো ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যমান/ মনোনয়ন ফি/ চাঁদা আদায়/ নির্ধারণ করা যাবে না।’
এসব নির্দেশনা না মানা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির এই শীর্ষ দুই নেতা।
হাসান আলী/কেএসআর/এমএস
Advertisement