খেলাধুলা

চুক্তিতে নেই, তবু বিশ্বকাপে খেলতে চান স্টয়নিস

আইপিএলে মঙ্গলবার রাতে অতিমানবীয় এক ইনিংস খেলে লখনৌ সুপার জায়ান্টসকে জয় এনে দিয়েছেন মার্কাস স্টয়নিস। লখনৌর সামনে ২১১ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস।

Advertisement

স্টয়নিস ৬৩ বলে ১২৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। একা হাতে ম্যাচ জেতানোর পর স্টয়নিসকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এমন এক অলরাউন্ডারকে কিনা গত মাসে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া!

আইপিএলে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর কথা প্রসঙ্গে স্টয়নিস জানালেন, তিনি যে বাদ পড়বেন সেটা আগে থেকেই জানা ছিল। স্টয়নিস বলেন, ‘কোচের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমি যে চুক্তিতে থাকব না, সেটি অনেক আগেই জানতাম।’

তবে এই বাদ পড়া নিয়ে ক্ষোভ নেই স্টয়নিসের। অসি অলরাউন্ডারের কথা, ‘তরুণরা আসছে এবং সুযোগ পাচ্ছে এটা দারুণ ব্যাপার। আমার জায়গাটা তারা নিতে পারলে আমি খুশি।’

Advertisement

তবে কি আর আশা দেখেন না? স্টয়নিস অবশ্য জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে চান। তিনি বলেন, ‘খেলার দিক থেকে ভাবলে, আমি খেলতে এবং অবদান রাখতে চাই।’

স্টয়নিসের বিশ্বাস, তার অভিজ্ঞতা এবং দক্ষতা অস্ট্রেলিয়ার জন্য মূল্যবান সম্পদ হতে পারে আসন্ন বিশ্বকাপে। এজন্য তিনি যোগাযোগ রাখছেন নির্বাচক জর্জ বেইলি ও প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সাথে।

এমএমআর/এমএস

Advertisement