দেশজুড়ে

আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

Advertisement

আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সাবেক সভাপতি সফিকুল ইসলামের মৃত্যুতে বুধবার (২৪ এপ্রিল) স্থলবন্দরে ছুটি ঘোষণা করে ব্যবসায়ীরা।

বুধবার (২৪ এপ্রিল) স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এক বিজ্ঞপ্তিতে এ ছুটি ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজি মো. সফিকুল ইসলাম ঢাকার একটি হাসপাতালে মঙ্গলবার রাত ১০টায় মারা যান। তার মৃত্যুতে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সব সদস্য গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বুধবার আখাউড়া স্থল বন্দরে মাছ ব্যতিত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

Advertisement

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, ব্যবসায়ী নেতা সফিকুল ইসলামের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি এই বন্দরে প্রথম দিক থেকে ব্যবসা করে গেছেন। উনার মৃত্যুতে একদিনের জন্যে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে পচনশীল পণ্য হওয়ায় মাছ রপ্তানি স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এএসএম