খেলাধুলা

সানরাইজার্সকে ১৪৩ রানের লক্ষ্য দিলো মুম্বাই

প্রথম জয় কি তবে পাবে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদ? পাবে কি পাবে না, তা জানা যাবে আর কিছুক্ষণ পর। তার আগে মুম্বাইয়ের ছুড়ে দেয়া ১৪২ রান টপকাতে হবে সানরাইজার্সকে। নিজেদের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যদি আজ এ রান টপকাতে না পারে, তাহলে আর পারবে কি না সন্দেহ আছে।টস জিতেছিলেন সানরাইজার্স হায়দারাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ বিপদে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। ভুবনেশ্বর কুমার আর বারিন্দার স্রানের বলে উইকেট হারানো শুরু করে তারা। তবে টপ অর্ডারের আম্বাতি রাইডু একপ্রান্ত আগলে ধরে রাখেন।রাইডুর সঙ্গে ক্রুনাল পাণ্ডে জুটি গড়েন। ৬৩ রানের জুটি গড়েন এ দু`জন। ৪৯ বলে ৫৪ রান করে আউট হন রাইডু। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কাও মারেন তিনি। ২৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্রুনাল পাণ্ডে। ৩টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কাও মারেন তিনি।মুস্তাফিজুর রহমান শুরুতে ভালো করতে না পারলেও শেষ মুহূর্তে রান কম দেন এবং হার্দিক পান্ডিয়াকে বোল্ড করেন তিনি। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ১টি উইকেট নেন তিনি। তবে সবচেয়ে কৃপণ ছিলেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে মাত্র ১৭ রান দেন। উইকেট নেন ১টি। বারিন্দার স্রান নেন ৩ উইকেট।আইএইচএস/বিএ

Advertisement