দেশজুড়ে

পটুয়াখালীতে নিয়ন্ত্রণহীন ডায়রিয়া, কারণ অনুসন্ধানে আইইডিসিআর

পটুয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৯ জন। আর গত একমাসে আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। পরিস্থিতির ভয়াবহতায় ডায়রিয়ার কারণ অনুসন্ধানে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইইডিসিআরের সহযোগিতা চাওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে অনুসন্ধান কাজ শুরু করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজার নেতৃত্ব প্রতিনিধিদল তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এরপর জেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে অনুসন্ধান করবেন। আগামী তিনদিন জেলায় কাজ করবে প্রতিনিধিদল।

সাত সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন আইইডিসিআরের মেডিকেল অফিসার (দলনেতা) ডা. মাইনুল হাসান, আইইডিসিআরের সহকারী অধ্যাপক (এপিডেমিওলজিস্ট) ডা. মুঈদুর রহমান, মেডিকেল এপিডেমিওলজিস্ট ডা. সাদিয়া সুলতানা, ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া আক্রান্ত সুমা প্রমুখ।

Advertisement

আরও পড়ুন

দাবদাহ থেকে বাঁচতে গোসলে নেমে ১০ দিনে প্রাণ গেলো ৯ শিশু-কিশোরের গরমে নাজেহাল জনজীবন, স্বস্তি দিচ্ছে গাছপালা গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য ঢাকায় বিশেষ নামাজ

প্রতিনিধিদলের দলনেতা ডা. মাইনুল হাসান বলেন, আমরা আগামী তিনদিন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের তথ্য নেবো। পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত কারণ ও ফলাফল সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দেওয়া হবে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, বর্তমান সময়ে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী পটুয়াখালীতে। তাই সরকারের পক্ষ থেকে আউটব্রেক ইনভেস্টিগেশন করতে আইইডিসিআর থেকে টিম এসেছে। আমরা প্রতিনিধিদলকে সর্বোচ্চ সহযোগিতা করছি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ জন। আর গত সাতদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮১ জন। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন রোগী।

Advertisement

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন। গত এক সপ্তাহে ভর্তি হয়েছেন ৭৭৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭০ জন।

চলতি বছরের শুরু থেকে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭৯৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৪৫ জন। তবে মোট আক্রান্তের মধ্যে অর্ধেকই (প্রায় তিন হাজার) আক্রান্ত হয়েছেন গত একমাসে।

আব্দুস সালাম আরিফ/এসআর/এএসএম